Modhumoti Shyamolima


মধুমতি শ্যামলীমা (শষ্য ঋণ)

কৃষিক্ষেত্রঃ

  • যে কোনো ধরনের ফসল চাষের জন্য নিযুক্ত কৃষক (চা ছাড়া), এই প্রকল্পের অধীনে ঋণ প্রাপ্তির যোগ্য হবে
  • প্রকৃত কৃষকের যাদের নিজস্ব জমি আছে
  • বর্গাচাষি, ভূমিহীন কৃষক, প্রান্তিক কৃষকদের অর্থায়ন জন্য নির্বাচিত করা যেতে পারে

সুদের হারঃ

প্রচলিত সুদের হার – ৯%

রেয়াতী সুদের হার – ৪% (ডাল, তৈলবীজ, মসলা ও ভুট্টা চাষের জন্য)

মধুমতি কৃষি ঋণ প্রাপ্তির যোগ্যতা:

  • উদ্যোক্তাকে সৎ, নিষ্ঠাবান, কর্মঠ ও আন্তরিক হতে হবে
  • কৃষি খামার / জমি চাষাবাদের ক্ষেত্রে প্রকৃত দক্ষ কৃষক এবং অন্তত দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে বাস্তব অভিজ্ঞ কৃষকদের ক্ষেত্রে এ নিয়ম শিথিলযোগ্য
  • বয়স ২১ বছর হতে ৬৫ বছর
  • প্রকল্পের অর্থায়নের ক্ষেত্রে, প্রকল্পের উদ্যোগটাকে প্রকল্প সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে, অথবা অভিজ্ঞ কর্মচারী / পরামর্শক নিয়োগ করতে হবে
  • সফলভাবে ঋণ পরিশোধকারী উদ্যোগক্তাগনকে বিশেষ সুবিধা প্রদান
  • আবেদনকারীকে বাংলাদেশী নাগরিক হতে হবে

প্রয়োজনীয়ও কাগজপত্র :

  • গ্রাহকের জাতীয় পরিচয়পত্র/ ওয়ার্ড কমিশনার/ ইউপি চেয়ারম্যান সার্টিফিকেট
  • কৃষক পরিচয় পত্র (যদি থাকে)
  • বৈধ ট্রেড লাইসেন্স (খামারের জন্য)
  • অংশীদারিত্বের কোম্পানির ক্ষেত্রে নোটারী অংশীদারিত্বের দলিল (অংশীদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে)
  • আবেদনকারীর সত্যায়িত ছবি,
  • ব্যাংক হিসাব বিবরণী ও এমএফআই/ এনজিও থেকে গৃহীত ঋণের হিসাব (যদি থাকে)
  • সর্বশেষ CIB প্রতিবেদন ( প্রযোজ্য ক্ষেত্রে)
  • বীমাপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
  • অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র

সহায়ক জামানত:

ভূমি ও সম্পত্তির রেজিস্ট্রি বন্ধক, বর্তমান ও ভবিষ্যত সম্পদের হাইপোথিকেশন, দুই জন গ্যারান্টার ও পোস্টডেটেড চেক।

To know more please contact any of our Branches
Or,

Modhumoti Bank PLC.
Head Office
Khandker Tower, (Level-7 & 8), 94, Gulshan Avenue, Gulshan-1, Dhaka-1212

Helpline. 16347 (24/7)
Long Code: +8809610016347 (24/7)